আবদুল মান্নান সৈয়দ


তিনি ১৯৪৩ সালের ৩রা সেপ্টেম্বর কলকাতার নিকট জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সংকলিত রচনাবলি: 

কবিতা
জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)
জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
পরাবাস্তব কবিতা (১৯৮৪)
পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩)
মাছ সিরিজ (১৯৮৪)
নির্বাচিত কবিতা
আমার সনেট।

উপন্যাস
পরিপ্রেক্ষিতের দাস-দাসী
অ-তে অজগর (১৯৮২),
কলকাতা (১৯৮০),
ক্ষুধা প্রেম আগুন' (১৯৯৪)
কলকাতা,
পোড়ামাটির কাজ,
হে সংসার হে লতা,

ছোটগল্প
সত্যের মতো বদমাশ
চলো যাই পরোক্ষে
মৃত্যুর অধিক লাল ক্ষুধা
নেকড়ে হায়েনা
তিন পরী ইত্যাদি।

প্রবন্ধ
বিবেচনা-পুনর্বিবেচনা
দশ দিগন্তের দ্রষ্টা
নির্বাচিত প্রবন্ধ
করতলে মহাদেশ
আমার বিশ্বাস,
ছন্দ।

স্মৃতিকথা
ভেসেছিলেম ভাঙা ভেলায়

গবেষণা গ্রন্থ
কালান্তরের যাত্রী।

জীবনী
নজরুল ইসলাম: কবি ও কবিতা
বেগম রোকেয়া
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ মুর্তাজা আলী
ফররুখ আহমদ
শাহাদাত্ হোসেন
জীবনানন্দ দাশ
প্রবোধচন্দ্র সেন
আবদুল গনি হাজারী
সৈয়দ মুর্তাজা আলী ।

গ্রন্থনা
জীবনানন্দ দাশের কবিতা
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫)
ফররুখ রচনাবলী (প্রথম খন্ড ১৯৭৯)
ইসলামী কবিতা : শাহাদাত হোসেন (১৯৮৩)
বাংলাদেশের কবিতা (১৯৮৮)
বাংলাদেশের ছড়া (১৯৮৮)
মুহম্মদ মনসুর উদ্দীন স্মৃতি অ্যালবাম (১৯৮৮)
সমরসেনের নির্বাচিত কবিতা (১৯৮৯)
মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা (১৯৮৯)
বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা (১৯৯০)।

জীবনানন্দ বিষয়ক গ্রন্থাবলী
শুদ্ধতম কবি (১৯৭২),
জীবনানন্দ দাশ (১৯৯৩),
জীবনানন্দ (১৯৮৪),
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬),
জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৭),
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯)।
 

বিসিএস টেস্ট বিডি BCSTESTBD. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com