বিখ্যাত বাংলা নাটক ও নাট্যকার


১. কুলীন কুলসর্বস্ব, বেণীসংহার, রত্নাবতী, অভিজ্ঞান শকুন্তলম, রুক্মিনীহরণ
---- রামনারায়ন তর্করত্ন।
২. শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন                    
---- মাইকেল মধুসূদন দত্ত।
৩. নীলদর্পন, নবীন তপস্বিনী, কমেল কামিনী                    
---- দীনবন্ধু মিত্র।
৪. প্রফুল্ল, সিরাজ উদ্দৌলা                                
---- গিরিশচন্ত্র ঘোষ।
৫. বসন্ত কুমারী, জমিদার দপর্ণ, বেহুলার গীতাভিনয়              
---- মীর মশাররফ হোসেন।
৬. তাসের দেশ, রক্তকরবী, ডাকঘর, প্রায়শ্চিত্ত, অচলায়তন, মায়ার খেলা, ফাল্গুনী, মুক্তধারা, কালের যাত্রা, বিসর্জন, রাজা ও রানী
---- রবীন্দ্রনাথ ঠাকুর।
৭. আলেয়া, মধূমালা, ঝিলিমিলি, পুতুলের বিয়ে
---- কাজী নজরুল ইসলাম।
৮. শুভ নির্মাল্য
---- নবীনচন্দ্র সেন।
৯. মসনদের মোহ, আনারকলি
---- শাহাদাৎ হোসেন।
১০. কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা
---- ইব্রাহিম খাঁ।
১১.  পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু, ওগো পুষ্পধনু
---- জসীমউদ্দীন।
১২. স্বয়ম্বরা
---- আবুল ফজল।
১৩. রূপান্তর, নেমেসিস, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, এইটুকু এই জীনবটাতে, যেমন ইচ্ছা তেমন, শতকরা আশি
---- নূরুল মোমেন।
১৪. নৌফেল ও হাতেম
---- ফররুখ আহমেদ।
১৫.



















 

বিসিএস টেস্ট বিডি BCSTESTBD. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com