হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৪) একজন সাংবাদিক, সাহিত্যিক ও সমালোচক।
১৯৬৪ সালে তিনি প্রথম ছোটগল্প রচনা করেন 'অশ্রুভেজা পথ চলতে'।
১৯৫২ সালে তার প্রকাশিত কবিতা 'একুশে ফেব্রুয়ারী'।
১৯৫৩ সালে তারই সম্পাদনাই প্রকাশিত ভাষা আন্দোলনের প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারী'।